লক্ষ্মীপুর পৌর নির্বাচন, মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী মাসুম ভূঁইয়া

বিশেষ প্রতিবেদ, এবিসিনিউজবিডি, লক্ষ্মীপুর  থেকে ফিরে (৪ নভেম্বর ২০২১) : লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোজাম্মেল হোসেন ভূঁইয়া মাসুম। গত মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের ক্লিন ইমেজের এই প্রার্থী জেলা নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক।

মোজাম্মেল হোসেন ভূঁইয়া মাসুম জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। লক্ষ্মীপুর পৌরসভা’র বর্তমান মেয়রের দায়িত্বে আছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের। এক সময়ের ভয়ঙ্কও এই সন্ত্রাসী তার নানা কর্মে আলোচিত-সমালোচিত হয়ে সিটকে পড়েছেন তৃর্ণমুলের রাজনীতি থেকে। এবারো মনোনয়ন চেয়েছিলেন, তবে জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ তাকে প্রত্যাখ্যান করেছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সহ-সভাপতি মো. মিজানুর রহিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, আইন বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু, পৌর আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্রপত্র জমাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আগামী ২৮ নভেম্বর পৌরবাসী আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচনে আমি শতভাগ জয়ী হবো ইনশাআল্লাহ।

দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের সাথে কথা হয়েছে। যারা এখন বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, তারা শেষ পর্যন্ত ভোট নাও করতে পারেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনের আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। এদিন মেয়র পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৫টি ওয়ার্ডের কাউন্সিল পদে ৯৪ জন এবং ৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০ জন মনোনয়নপত্র জমা দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ