টিকিটের অপেক্ষায় সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের দীর্ঘ লাইন

তাসনীয়া আজাদ, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ এপ্রিল ২০২১) : লকডাউনের মধ্যে সৌদি প্রবাসীদের গত ১৭ এপ্রিল থেকে টিকিট দেওয়া শুরু করেছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ এপ্রিল) ভোর থেকেই সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে টিকিট নেওয়ার জন্য ভিড় করেছেন প্রবাসী যাত্রীরা।

রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের দ্বিতীয় ফটকের সামনে তারা অপেক্ষা করছেন টিকিটের জন্য। এ সময় যাত্রীদের সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। কারও কারও মাস্কও থুতনিতে ঝুলতে দেখা গেছে।

জানা গেছে, টিকিটের জন্য ভোর থেকেই সোনারগাঁও হোটেলের সামনে ভিড় করতে থাকেন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের লাইন আরও দীর্ঘ হতে দেখা যায়।

এদিকে গত শনিবার (১৭ এপ্রিল) থেকে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রবাসীদের টিকিট দেওয়া শুরু করেছে। গত ১৪ এপ্রিল থেকে যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে। সোমববার (১৮ এপ্রিল) সৌদি প্রবাসীদের ১৯ ও ২০ এপ্রিলেরর যাত্রীদের টিকিট দেওয়া হয়েছে। একইভাবে মঙ্গলবারও অপেক্ষারত যাত্রীদের পূর্ববর্তী ও পরবর্তী তারিখের টিকিট দেওয়া হবে। তবে মঙ্গলবার নতুন করে টোকেন দেওয়া হবে। পরবর্তীতে তাদের টিকিট দেওয়া হবে।

কুমিল্লার লাকসাম থেকে আগত প্রবাসী যাত্রী মো সুমন বলেন, ‘লকডাউনের কারণে সড়কে গণপরিবহন চলছে না। ঢাকায় আসতে ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হয়ে গেছে। কোনো মতে সেহেরি করেছি। গেটের বাহিরে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যাথা হয়ে গেছে। কখন যে টিকিটি পাবো তারও ঠিক নেই।’

ফেনী থেকে আসা যাত্রী জামাল উদ্দিন বলেন, ‘লকডাউনের কারণে প্রাইভেটকার ভাড়া করে আজ ঢাকায় এসেছি। অনেক কষ্ট হয়েছে আসতে। আমার টিকিট ছিল ১৪ এপ্রিলের। এখন টিকিট কখন পাব তা বলতে পারছি না।’

এদিকে বাচ্চা নিয়ে অবস্থানরত ফেনীর আরেক যাত্রী ইশরাত বেগম বলেন, ‘টিকিট পেতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। নারীদের আরও বেশি কষ্ট পোহাতে হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ