চলে গলেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত পরিচালক বাসু চট্টোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ জুন ২০২০) :
আন্তর্জাতিক ডেস্ক, নিউজগ্লোবালবিডি, ঢাকা (৫ জুন ২০২০) :
সকলকে কাঁদিয়ে চলে গেলেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত জনপ্রিয় পরিচালক বাসু চট্টোপাধ্যায়। গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন একটি টুইট বার্তায় তার প্রয়াণের কথা ঘোষণা করেছে।

দেশটির এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। খ্যাতনামা পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এল ভারতীয় চলচ্চিত্র জগতে।

‘ছোটি সি বাত’, ‘রজনীগন্ধা’, ‘বাতো বাতো মে’, ‘চামেলি কি শাদি’, ‘এক রুকা হুয়া ফয়সলা’, ‘কমলা কি মৌত’, ‘চিতচোর’, ‘খাট্টা মিঠা’র মতো বহু ছবির পরিচালনা করেছেন তিনি।

ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন তাদের টুইট বার্তায় জানিয়েছে, আইএফটিডিএ-র কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি তার চলচ্চিত্রের মাধ্যমে সামাজিক ও নৈতিক বিষয় তুলে ধরেছিলেন। আমরা সর্বশক্তিমানের কাছে তার মহৎ আত্মার জন্যে শান্তি কামনা করছি এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার মতো সাহস দিন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।

হিন্দির পাশাপাশি বাংলা চলচ্চিত্রও পরিচালনা করেন বাসু চট্টোপাধ্যায়। ‘হঠাৎ সেই দিন’, ‘হঠাৎ বৃষ্টি’ এবং ‘হচ্ছেটা কী’ এর মতো ছবিগুলো বাঙালি মনে রাখবে।

অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, দেব আনন্দ, রাজেশ খান্না, ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর মতো অভিনেতাদের নিয়ে কাজ করেছিলেন বাসু চট্টোপাধ্যায়। আজ তাই তার প্রয়াণে বলিউডের চোখে জল।

আশি ও নব্বইয়ের দশকে বেশ কিছু জনপ্রিয় টিভি শোও পরিচালনা করেছিলেন পরিচালক বাসু চট্টোপাধ্যায়, তার মধ্যে ছিল রজনী, দর্পণ, কাকাজি কাহিনীর মতো শো।

দূরদর্শনের জনপ্রিয় সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’-ও তৈরি হয়েছিল তারই হাত ধরে। পরপর দু’টি সিজনে কাজ করেছিলেন তিনি, ব্যোমকেশের ৩৪টি পর্ব পরিচালনা করেছিলেন তিনি।

নিজের ক্যারিয়ারে বহু পুরষ্কার জিতেছিলেন বাসু চট্টোপাধ্যায়। তবে ১৯৯২ সালে ‘দুর্গা’ চলচ্চিত্রের জন্যে তিনি সেরা পারিবারিক চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ