পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা মোড়েলগঞ্জের দাশখালিতে

উপজেলা প্রতিবেদক (মোড়েলগঞ্জ), এবিসিনিউজবিডি, বাগেরহাট (৩১ মে ২০২০) : জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মোড়েলগঞ্জের (বাগেরহাট) দাশখালীতে সোবাহান ফকির নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। ২৮ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে সোবাহান ফকির রাস্তায় চা খেতে গেলে স্থানীয় সন্ত্রাসী হিসেবে পরিচিত নুর ইসলামের দুই ছেলে সাকিল ও সাইফুল মিলে সোবাহান ফকিরের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ত্রাসী সাকিল দলবল নিয়ে পেছন থেকে এসে সোবাহান ফকিরের মাথায় আঘাত করে। যার ফলে তার মাথা ফেটে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আশপাশের মানুষের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পওে আহত অবস্থায় সোবহান ফকিরকে উদ্ধার করে পিরোজপুরের আধুনিক হাসপাতালে ভর্তি করায়। এখনও তিনি আশংকামুক্ত নন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা মামলা করতে চাইলেও ভয়ে তা করতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ