৩১ মে থেকে ফের শেয়ারবাজারে লেনদেন

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ মে ২০২০) : করোনাভাইরাসের কারণে দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আগামী ৩১ মে থেকে শেয়ারবাজারে আবার লেনদেন চালু হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, আগামী ২৮ মে কমিশন সভায় বসবেন বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা। ওই কমিশন সভায় ৩১ মে থেকে শেয়ারবাজারে লেনদেন চালু করার অনুমতি দেয়া হবে।

সূত্রটি জানিয়েছে, লেনদেন চালুর জন্য স্টক এক্সচেঞ্জ থেকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন চালুর জন্য আগে যে আবেদন করেছে তার ভিত্তিতেই কমিশন সিদ্ধান্ত নেবে।

করোনার প্রাদুর্ভাব না কমায় সরকার সাধারণ ছুটি বাড়ালেও গত ১০ মে থেকে শেয়ারবাজারে লেনদেন চালু করার নীতিগত সিদ্ধান্ত নেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কাছে সম্মতি চেয়ে চিঠি দেন।

ওই চিঠিতে লেনদেন চালুর জন্য কিছু নীতিমালা শিথিল করার দাবি জানানো হয়। তবে কিছু নীতিমালা শিথিল করার জন্য বিএসইসির কমিশন সভার প্রয়োজন ছিল। কিন্তু কোরাম সংকটে কমিশন সভা করতে ব্যর্থ হয় বিএসইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ