যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ এপ্রিল ২০২০) : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মহমারি শুরু হওয়ার পর থেকে কোনো দেশে একদিনে এত মৃত্যুর ঘটনা এই প্রথম।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে।

হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে প্রাদুর্ভাব হয়তো বেশি বাড়তে পারবে না। টাস্ক ফোর্সের সদস্য ডা. ডেবোরাহ ব্রিক্স বলেন, সবচেয় দুর্গত নিউইয়র্ক, নিউজার্সি ও শিকাগো শহরের মতো জায়গায় সংক্রমণ বাড়তে বাড়তে স্থিতিশীল হয়ে গেছে। আবার অন্যান্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের তুলনায় মৃত্যুহারও অনেক কম।

দেশটির প্রধান সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফুচিও মনে করেন, প্রাদুর্ভাব সম্ভবত এর চেয়ে আর বাড়তে পারবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য কিছুটা আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, কয়েক লাখ মানুষের মৃত্যুর যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তা সঠিক নাও হতে পারে। এক লাখের কম মানুষের মৃত্যু হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ