শাকিব খান এবার কাজী হায়াতের চলচ্চিত্রে

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৭ সেপ্টেম্বর ২০১৮) : নন্দিত নির্মাতা কাজী হায়াৎ নতুন সিনেমার কাজ শুরু করছেন। এটি হতে যাচ্ছে তার পরিচালিত ৫০তম সিনেমা।

‘বীর’ নামের সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। আর এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবার কাজী হায়াতের পরিচালনায় অভিনয় করছেন শাকিব।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন ‘শিকারি’খ্যাত এই নায়ক। সে সময় উপস্থিত ছিলেন কাজী হায়াৎ, পরিচালক শাহীন সুমন, প্রযোজক মো. ইকবালসহ বেশ কয়েকজন।’

বীর’ প্রযোজক মো. ইকবাল এবিসিনিউজবিডিকে বলেন, কাজী হায়াতের ৫০তম সিনেমার নায়ক হচ্ছেন শাকিব। আর এই সিনেমাটির প্রযোজনা করতে পেরে আমার কাছে ভালো লাগছে। আশা করছি খুব শিগগির শুটিং শুরু করতে পারবো।

‘বীর’র নায়ক শাকিব খান হলেও এতে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো ঠিক করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ