বাহরাইনের জালে এবার ১০ গোল বাংলাদেশের মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৭ সেপ্টেম্বর ২০১৮) : ঢাকায় এএফসি অনূর্ধ্ব–১৬ বাছাইপর্বে বাহরাইনকে ১০-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা।

মেয়েদের বয়সভিত্তিক ফুটবলে বাহরাইনের সঙ্গে বাংলাদেশের শক্তির ব্যবধানটাই আজ ফুটে উঠল কমলাপুরের শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। এএফসি অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতার বাছাইপর্বে আজ মধ্যপ্রাচ্যের এই দেশটিকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

প্রথমার্ধে ৫ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে হয়েছে আরও ৫ গোল। কোনো হ্যাটট্রিক না হলেও বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন আনুচিং মগিনি ও শামসুন্নাহার জুনিয়র ও মারিয়া মান্দা। একটি করে গোল করেছেন আনাই মগিনি, সাজেদা, শামসুন্নাহার সিনিয়র ও তহুরা খাতুন।
প্রতিপক্ষ হিসেবে বাহরাইনের কিশোরীরা পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। বাংলাদেশের গোলরক্ষক রুপন চাকমাকে একটা বলও ধরতে হয়নি। গোটা ম্যাচে গরমে হাঁসফাঁস করতে করতে শেষের প্রতীক্ষা করে গেছে বাহরাইনের মেয়েরা।

আগের ম্যাচে লেবাননের বিপক্ষে ৮ গোল হজম করা বাহরাইনের মেয়েরা যে বাংলাদেশের মেয়েদের সামনে দাঁড়াতে পারবে না, তা অনুমিতই ছিল। গোল কত বেশি হয়, সেটিই ছিল দেখার।

১২ মিনিটে গোলের মেলা শুরু করেন রাইটব্যাক আনাই মগিনি। ডান প্রান্ত থেকে তাঁর ক্রস সরাসরি জালে জড়িয়ে যায়। চার মিনিট পরে দূরপাল্লার শটে ব্যবধান ২-০ করেছেন অধিনায়ক মারিয়া মান্দা। এর পরে আর গোল করার ক্ষেত্রে বাংলাদেশের সামনে কোনো প্রতিরোধ ছিল না।

১৯ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের শটে গোলমুখ থেকে পা লাগিয়ে ৩-০ আনুচিং মগিনি। ৩৫ মিনিটেও আনুচিংযের গোল। এক হালিতেও প্রথমার্ধ শেষ হলো না। বিরতিতে যাওয়ার আগে ৫-০ করেছেন শামসুন্নাহার জুনিয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ