শ্রীলঙ্কার বিপক্ষে জয় বাড়তি তৃপ্তি দেয় মাশরাফি-মুশফিকদের

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৭ সেপ্টেম্বর ২০১৮) : শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামলেই দ্বৈরথের আবহ টের পান বাংলাদেশের ক্রিকেটাররা। চন্ডিকা হাথুরুসিংহে লঙ্কানদের কোচ হয়ে যাওয়া কিংবা নিদাহাস ট্রফির সময় লঙ্কান ক্রিকেটার ও দর্শকদের বাজে আচরণের কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে জয় বাড়তি তৃপ্তি দেয় মাশরাফি-মুশফিকদের।

শ্রীলঙ্কার বিপক্ষে জয় বাংলাদেশের ক্রিকেটারদের বাড়তি তৃপ্তি দেয়। অনেকেই বলবেন, চন্ডিকা হাথুরুসিংহে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে বাংলাদেশের কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাপারটার শুরু। লঙ্কানদের বিপক্ষে বাড়তি রেষারেষিটা হাথুরু তাদের কোচ হওয়ার পর থেকেই শুরু হয়েছে বটে, তবে এটিতে বাড়তি রসদ নাকি জুগিয়েছে গত মার্চের নিদাহাস ট্রফি। সে কারণেই হয়তো দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের জয়ের পর মুশফিকুর রহিম বললেন, ‘শ্রীলঙ্কাকে যেকোনো মূল্যে হারাতে ইচ্ছা করে।’

এই ‘যেকোনো মূল্যে হারানো’র ইচ্ছার ব্যাপারটিই যেন সেদিন মুশফিকের খেলায় ফুটে উঠছিল বারবার। লঙ্কানদের হারাতে বাংলাদেশের ক্রিকেটাররা কতটা মরিয়া থাকেন, সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তামিম ইকবাল। কবজিতে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে গেলেও দলের প্রয়োজনে তিনি মাঠে ফিরলেন ভাঙা কবজিকে আড়াল করে। ভাঙা হাতেই ব্যাট করে বাংলাদেশ ওপেনার বুঝিয়ে দিয়েছেন, লঙ্কানদের বিপক্ষে জয়ে বাংলাদেশি ক্রিকেটারদের আকুতিটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ