বিশ্বকাপ নিশ্চিত করতে নামছে আর্জেন্টিনা-কলম্বিয়া

Messi argentina মেসি আর্জেন্টিনাস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশ্বকাপ ফুটবলের আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আগামী মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার) প্যারাগুয়ের বিপক্ষে জিতলেই ব্রাজিল যাত্রা নিশ্চিত হবে আর্জেন্টিনার।

দুই ম্যাচ হাতে রেখে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ আছে কলম্বিয়ারও। উরুগুয়ের বিপক্ষে ন্যূনতম এক পয়েন্ট পেলেই লক্ষ্যে পৌছবে রাদামেল ফ্যালকাওয়ের দেশ।

তবে কলম্বিয়া যদি উরুগুয়েকে হারাতে পারে তাহলে হারলেও বিশ্বকাপ নিশ্চিত হবে আর্জেন্টিনার।

লক্ষ্য অর্জনে দুই দলই খেলবে প্রতিপক্ষের মাঠে। বাংলাদেশ সময় বুধবার ভোর চারটায় উরুগুয়ে-কলম্বিয়া এবং সকাল সাতটা ৪০ মিনিটে হবে প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচটি হবে।

১৩ ম্যাচে সমান ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে কলম্বিয়া।

১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা চিলিও বিশ্বকাপে ওঠার দৌড়ে আছে ভালোভাবেই। মঙ্গলবার তাদের খেলা নেই।

আর সমান ১৩ ম্যাচ করে খেলে ২১ ও ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইকুয়েডর ও উরুগুয়ে।

চোট সমস্যা ও খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইনসহ প্রথম সারির পাঁচজনকে ছাড়াই দল সাজাতে হবে কোচ আলেহান্দ্রো সাবেইয়াকে।

দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিগুয়াইন।

এছাড়া খেলতে পারছেন না বার্সেলোনার মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো, ডিফেন্ডার এজেকুইয়েল গ্যারে ও ফেদেরিকো ফার্নান্দেস। আর চোটের কারণে খেলতে পারবেন না ডিফেন্ডার মার্কোস রোজো।

এছাড়া বাছাইপর্বে মহাদেশটির আরো চারটি দেশ মাঠে নামবে। ইকুয়েডর খেলতে যাবে বলিভিয়ায় এবং ভেনিজুয়েলা আতিথেয়তা দেবে পেরুকে।

লাতিন আমেরিকার ৯টি দেশের মধ্যে কাগজে-কলমে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠার সম্ভবনা আছে বলিভিয়া ছাড়া বাকি ৮টি দেশেরই।

এ অঞ্চল থেকে পয়েন্ট তালিকার প্রথম চারটি দল সরাসরি ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। পঞ্চম দল প্লে-অফ খেলবে এশিয়া অঞ্চলের পঞ্চম হওয়া দলের সঙ্গে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ