নওশাবার মুক্তি চাইছেন অভিনয়শিল্পী ও সংস্কৃতিকর্মীরা

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২১ আগস্ট ২০১৮) : ছোট ও বড় পর্দার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। গুজব ছড়ানোর দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। কিছুদিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। হাসপাতালে চিকিৎসাও দেয়া হয়েছে তাকে।

এদিকে ঈদের আগে অভিনেত্রী নওশাবাকে মুক্তির আবেদন জানিয়েছে শিল্পীসমাজ। গতকাল রোববার (১৯ আগস্ট) অভিনয়শিল্পী সংঘ এক বিবৃতি দিয়েছে। সেটি ফেসবুকে ভাইরালও হতে দেখা গেছে। নানা অঙ্গনের তারকা শিল্পীরাও সেই বিবৃতি নিজেদের ফেসবুকের দেয়ালে শেয়ার করেছেন। পাশাপাশি নওশাবার মুক্তির দাবিতে বিবৃতিতে সই করেছেন ৩৭ জন শিল্পী। সেখানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চারুকলা অনুষদের সাধারণ শিক্ষার্থী, স্থপতি, তরুণ চারুশিল্পী, পাপেটশিল্পী ও নাট্যকর্মীরা।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমের পক্ষে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন চলাকালে ভুল তথ্যে প্রভাবিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে লাইভ ভিডিওটি শেয়ার করে, তা যে পুরোপুরি ভুল ছিল, ইতিমধ্যে নওশাবা তা স্বীকার করেছে এবং এ জন্য সে ভীষণ অনুতপ্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অব হিউম্যানিটি, সংস্কৃতিবান্ধব জননেত্রী শেখ হাসিনা—আপনার কাছে বিনীত আবেদন, যেহেতু নওশাবা তার ভুলের জন্য অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী এবং তার বিগত জীবনে এমন কোনো কর্মকাণ্ড নেই যা রাষ্ট্র, সমাজ ও মানবতাবিরোধী। বরং নানাবিধ সামাজিক, মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত, এটা আমরা সবাই জানি। যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনেও নওশাবা বলিষ্ঠভাবে জড়িত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ