জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২০ আগস্ট ২০১৮) : ২২ আগস্ট ঈদুল আজহার প্রধান নামাজের জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

২০ আগস্ট সোমবার জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মেয়র বলেন, ‘জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় এক লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। এছাড়া প্রায় ৫ হাজার নারী মুসল্লিদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। নামাজ আদায়ের পূর্বে একসঙ্গে ১৫০ জন পুরুষ মুসল্লি অজু করার ব্যবস্থা রয়েছে; সেইসঙ্গে নারী মুসল্লিরা একসঙ্গে ৫০ জন অজু করতে পারবেন। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ