কোহলিদের সঙ্গে ছবি, তোপের মুখে আনুশকা

স্পোর্টস ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১০ আগষ্ট ২০১৮) : একটা ছবি যে কতটা সমালোচনার জন্ম দিতে পারে, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বিরাট কোহলি ও আনুশকা শর্মা জুটি। বিপত্তিটা ঘটেছে লন্ডনে ভারতীয় রাষ্ট্রদূতের বাসার এক অভ্যর্থনা অনুষ্ঠানে।

৭ আগস্ট (মঙ্গলবার) ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেট দলকে কিছুদিন আগেই বাসায় নিমন্ত্রণ জানিয়েছিলেন লন্ডনে নিযুক্ত ভারতের হাইকমিশনার। সেখানে স্ত্রী আনুশকাকে নিয়েই হাজির হয়েছিলেন কোহলি। অনুষ্ঠানটিতে যে অফিশিয়াল ফটোসেশন হয়, সেখানে কোহলির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন আনুশকা। এই ছবি ভারতীয় ক্রিকেট বোর্ড টুইটারে পোস্ট করতেই শুরু হয়ে যায় সমালোচনা।

প্রশ্ন ওঠে, হাইকমিশনারের সঙ্গে তোলা ভারতীয় ক্রিকেট দলের ছবিতে আনুশকা কেন? আনুশকা পার্টিতে যেতেই পারেন, কিন্তু অফিশিয়াল ছবিতে থাকবেন কেন! তিনি তো আর ভারতীয় ক্রিকেট দলের অংশ নন। ব্যাপারটি নিয়ে টুইটার, ফেসবুকে হয়েছে এন্তার সমালোচনা।

তবে এ ব্যাপারে আনুশকার পাশেই দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা বলেছে, বোর্ডের নিয়ম মেনেই এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কোহলির বলিউড অভিনেত্রী স্ত্রী, ‘যেকোনো বিদেশ সফরেই এমনটা হতে পারে। রাষ্ট্রদূত খেলোয়াড়দের সঙ্গে তাঁদের আত্মীয়স্বজনদেরও আমন্ত্রণ জানায়। সুতরাং সে কাকে নিয়ে যাবে, এটা খেলোয়াড়দের সিদ্ধান্ত। এমনকি লন্ডনেও খেলোয়াড়দের সঙ্গে স্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়। এখানে কোনো প্রটোকল ভাঙা হয়নি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ