ফুটবল বিশ্বকাপের হুমকিতে ঈদের সিনেমা

বিনোদন রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : এমনিতে সিনেমার সেই সোনালী দিন আর নেই। সিনেমার ধুমধাম ব্যবসায়ের দৃশ্য এখন ইতিহাসের পাতায়। ‘আয়নাবাজি’, ‘ঢাকা অ্যাটাক’র মতো হুটহাট কিছু বজ্রপাত ছাড়া সিনেমার সাফল্য পাওয়া যায় কেবল উৎসবগুলোতেই। তারমধ্যে সবচেয়ে বেশি দর্শক হলে আসে দুই ঈদে।

প্রতিবারের ন্যায় এবারেও রোজার ঈদকে ঘিরে চলছে ঈদের সিনেমার প্রচার-প্রস্তুতি। এখন পর্যন্ত সাতটি সিনেমা আলোচনায় রয়েছে, ঈদে মুক্তি পাবে বলে। সাত ছবির হিসেব নিকেষে শেষ পর্যন্ত ক’টি ছবি মুক্তি পাবে সেটা আপাতত বলা মুশকিল। তবে এখনই নিশ্চিত করে বলে দেয়া যায় যে ঈদের ছবিগুলোকে এবার নিজেদের বাইরেও ভিন্ন এক প্রতিপক্ষেও মোকাবেলা করতে হবে।

আর সেটি হলো ফুটবল বিশ্বকাপ। আসছে ১৪ জুন থেকে পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের সবচেয়ে বড় আসরের। ১৫ তারিখ থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের ম্যাচ।

এদিকে ৩০টি রোজা সম্পূর্ণ হলে ১৬ জুন অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর। রোজা একটি কম হলে বিশ্বকাপ শুরুর দিনই ঈদ পালিত হবে বাংলাদেশে। ফুটবলের এই মহা আসরকে নিয়ে টেনশানে আছেন সিনেমার প্রযোজকরা। মেসি, নেইমারদের বিশ্বকাপের মাতামাতি রেখে দর্শক কী হলে আসবে- এই ভাবনায় বেশ ভালোই মাথা ঘামাতে হচ্ছে হল মালিকদের। দুশ্চিন্তায় সিনেমার পরিবেশকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ