গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত

প্রতিবেদক , এবিসিনিউজ, ঢাকা : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত। রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম।

নির্বাচন স্হগিতাদেশ পর বি এন পি যুগ্ম মহাসচিব মোয়াজ্জম হোসেন আলাল জানান সরকার গোয়েন্দা ও হারুন রির্পোটের উপর ভিক্তি করে নির্বাচন স্হাগিতাদেশ করেয়েছে, তারা হয়তো সাময়িক সময়ের জন্য আমাদের জয়ী হওয়া থেকে বিরত রাখবে আমরা আইনগত ভাবে এবং জনগনের ভোটে খুব শীঘ্রই বিজয় আনবো

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে নির্বাচন হওয়ার কথা। ইতিমধ্যে এই নির্বাচনের প্রচার জমেও উঠেছিল। এর মধ্যে রবিবার এই নির্বাচনে স্থগিতাদেশ দিলেন হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ