জয় দিয়ে শেষ সাকিবের দলের

Sakibahস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে শেষ ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল লিস্টারশায়ার। রোববার ইয়র্কশায়ারকে সহজেই ১০ উইকেটে হারিয়েছে তারা।

তবে আগেই গ্রুপ-পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় জিতে কোনো লাভ হয়নি লিস্টারশায়ারের। নর্থ ডিভিশনে ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত তারা চতুর্থ স্থানে।

লিস্টারশায়ারের মাঠ গ্রেস রোডে টস জিতে ব্যাট করতে নেমে জশুয়া কবের (৩/৯) মারাত্মক বোলিংয়ে ১৭ ওভার ২ বলে ১০৫ রানে অলআউট হয়ে যায় ইয়র্কশায়ার।

দুটি করে উইকেট নেন রব টেইলর (২/২৪) ও সাকিব (২/২৬)।

জবাবে কবের অপরাজিত ৫২ ও গ্রেগ স্মিথের অপরাজিত ৩৯ রানের সুবাদে ১২ ওভার ১ বলে বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় লিস্টারশায়ার।

এই প্রতিযোগিতায় ১০টি ম্যাচ খেলে ১৮.২৫ গড়ে ১৪৬ রান করেছেন সাকিব। সর্বোচ্চ অপরাজিত ৪৩ রান। আর ২৭ গড়ে নিয়েছেন ৯ উইকেট। সেরা ২/৭।

ইংল্যান্ডের পাট চুকে গেলেও এখনই দেশে ফিরছেন না সাকিব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে সোমবার ওয়েস্ট ইন্ডিজ পৌঁছাবেন তিনি। মঙ্গলবার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে তার দল বার্বাডোজের প্রতিপক্ষ তামিম ইকবালের দল সেইন্ট লুসিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ