ফেসবুকে গোলাম মাওলা রনির রেকর্ড

ashrafমোহাম্মাদ আল সাইফ, এবিসি নিউজ বিডিঃ সাংবাদিক পেটানোর অভিযোগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মাওলা রনি বুধবার গ্রেপ্তার হয়েছেন। আলোচিত এই সাংসদ ফেসবুকে অত্যন্ত সক্রিয় ছিলেন। সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে আর কোনো বাংলাদেশি সাংসদ সম্ভবত এতটা সক্রিয় নন। গোলাম মাওলা রনি এক্ষেত্রে অনন্য। পশ্চিমা বিশ্বের বিভিন্ন সংসদ সদস্যের মতো তিনিও সামাজিক যোগাযোগ সাইট ফেসবুককে নিজের আনুষ্ঠানিক প্রচার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। তার ফেসবুক স্ট্যাটাসগুলো গণমাধ্যমে প্রকাশ হচ্ছে বক্তব্য হিসেবে।

বুধবার (২৪.০৭.১৩) গ্রেপ্তারের অল্প কিছু সময় আগে ফেসবুক পোস্টে রনি তার বক্তব্য দিয়ে গেছেন। প্রায় সকল গণমাধ্যম এই বক্তব্য প্রকাশ করেছে। বাংলাদেশের সংসদ সদস্যদের ক্ষেত্রে এই ধারাটি নতুন। বুধবার ফেসবুকে রনির পোস্ট করা সর্বশেষ স্ট্যাটাসটি প্রথম চব্বিশ ঘণ্টায় শেয়ার হয়েছে ১,২০৪ বার, মন্তব্য জমা পড়েছে ১,৩৮১টি আর লাইকের সংখ্যা ৪,৩৭৫ টি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫২, মন্তব্য ১৪৭৫ আর লাইকের সংখ্যা ৪৬৫৪ টি। একজন সংসদ সদস্যদের ফেসবুক পোস্ট নিয়ে এত আলোচনা একটি রেকর্ডও বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ