রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে জাসদের বৈঠক আজ

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদ নির্বাচন কমিশন পুনর্গঠনে নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে আজ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সঙ্গে আলোচনা করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে বলেছেন, ‘জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ বিকেল ৪টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিতব্য সংলাপে ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।’
আবদুল হামিদ নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেন। গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে প্রথম আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গেও আলোচনা করেন।
কাজী রকিব উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৮ ফেব্রুয়ারি শেষ হবে।
জাসদের সঙ্গে এই বৈঠক ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সরকারি সফরে ওই সময় দেশের বাইরে থাকায় দলের অনুরোধে বৈঠকের তারিখ পুনঃনির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ