টেলিকম কাপের ফাইনালে বায়ার্ন

bayarn  Mস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নতুন কোচ পেপ গার্দিওলার কোচিংয়েও গত মৌসুমের দুর্দান্ত জয়যাত্রা অব্যাহত রেখেছে বায়ার্ন মিউনিখ। শনিবার হ্যামবুর্গার এসভিকে ৪-০ গোলে হারিয়ে টেলিকম কাপের ফাইনালে উঠেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা।

সাবেক বার্সেলোনা কোচ গার্দিওলার অধীনে এটি বায়ার্নের টানা তৃতীয় জয়।

টুর্নামেন্টের ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ বরুসিয়া মনেচেনগ্ল্যাডবাখ। গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ডকে ১-০ গোলে হারিয়েছে তারা।

বরুসিয়া পার্কে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় গত মৌসুমে প্রথম কোনো জার্মান ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জেতা বায়ার্ন।

প্রথমার্ধে তিনটি গোল করেন জার্মান ডিফেন্ডার জেরোমি বোয়াটেং, সুইস মিডফিল্ডার জার্দান শাকিরি ও জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।

আর দ্বিতীয়ার্ধের শুরুতে শেষ গোলটি করেন জার্মান স্ট্রাইকার টমাস মুলার।

এই ম্যাচের মধ্য দিয়ে ইউরোপ সেরা দলটির হয়ে অভিষেক হয়েছে বার্সেলোনার সাবেক ডিফেন্ডার থিয়াগো আলকান্তারার। প্রথম দিনেই দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি।

একই মাঠে ডর্টমুন্ডের বিপক্ষে টুর্নামেন্টের স্বাগতিক গ্ল্যাডবাখের জয়ের নায়ক বেলজিয়ামের ডিফেন্ডার ফিলিপ দায়েমস। ৬১ মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ