ভিলানোভার খোলা চিঠি

Vilonaস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর ক্লাব সমর্থকদের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন টিটো ভিলানোভা। আবেগী এ চিঠিতে জীবনের কঠিন সময়ে পাশে থাকার জন্যে ক্লাবের পরিচালক, খেলোয়াড় ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

অসুস্থতার কারণে সম্প্রতি বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ান টিটো ভিলানোভা।

২০০৮ সালে কোচ পেপ গার্দিওলার সহকারী হিসেবে বার্সেলোনায় যোগ দেন ভিলানোভা। প্রথম চার বছর গার্দিওলার অধীনে বার্সেলোনার একটি ক্লাব বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা জয়ে দারুণ অবদান রাখেন তিনি।

এরপর গতবছর গার্দিওলা স্বেচ্ছায় পদত্যাগ করলে প্রধান কোচের দায়িত্ব পান ভিলানোভা। অভিষেকেই লিগ শিরোপা পুনরুদ্ধার করেন তিনি। কিন্তু এর মাঝেই জীবনের কঠিন এক অধ্যায়ে পা রাখেন তিনি। ‘প্যারোটিড গ্ল্যান্ড ক্যান্সার’ নামক অসুখ বাসা বাধে তার শরীরে।

লম্বা চিকিৎসার পর এখন তিনি সুস্থ, কিন্তু বার্সার কোচ হিসেবে যে কঠিন পরিশ্রমের প্রয়োজন তার পক্ষে তা সম্ভব নয়।

তবে নিউ ক্যাম্পকে বিদায় বলতে হলেও এখানে কাটানো সময়কে স্বপ্নের মতোই বলেছেন তিনি। লিখেছেন, “স্বপ্ন সত্যি করার মতো পাঁচটা বছর একটা দলের সঙ্গে কাটানোর পর এমন একটা সময় আসে যখন পেশাগত জীবনে পরিবর্তন আসে। দেড় বছর আগে যে অসুখ ধরা পড়েছিল তার বিরুদ্ধে এখন আমাকে কাজ করতে হবে।”

“ডাক্তারদের পরামর্শ মতে চিকিৎসা নিতে হবে, এর মধ্যে বার্সা কোচ হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তবে দলের খুব কাছ থেকে আমি কাজ করে যাব।”

তিনি আরো বলেন, “দারুণ সব খেলোয়াড়, কর্মকর্তা ও বন্ধুরা – যাদের সঙ্গে স্মৃতিময় অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করেছি তাদের নিয়ে গড়া এই দলটাকে ছেড়ে যাওয়া সহজ নয়। আমাকে সবাই যে ভালোবাসা দিয়েছে সেজন্যে আমি কৃতজ্ঞ।”

বার্সার নতুন কোচ যে হবেন তার প্রতি আগাম শুভেচ্ছায় ভিলানোভা বলেন, “বিশ্বের সেরা এই দলটির নতুন কোচের প্রতি শুভকামনা না জানিয়ে আমি চিঠি শেষ করতে পারি না। সবাইকে ধন্যবাদ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ