ঢাকা মানবাধিকার সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত

সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: বাংলাদেশ মানবাধিকার কমিশনের জাতীয় সদর দফতর কতৃক আয়োজিত ঢাকা বিভাগীয় সম্মেলন ২০১৬ অনুস্ঠিত হয়েছে।
 
৫ মার্চ (শনিবার) সকালে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আনজীবী সমিতি মিলনায়তনে দিনব্যপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোজাম্মেল হ্ক। মাননীয় মন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের জাতীয় কমিটির মহা-সচিব বীর মুক্তিযোদ্ধা ড. সাইফুল ইসলাম দিলদার ।
 
কমিশনের ঢাকা বিভাগীয় সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী কাজী রেজউল মোজাফফরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাঃ মোঃ এনামুর রহমান। সংসদ সদস্য মোঃ গোলাম মোস্তোফা বিশ্বাস। সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আর লুৎফা ডলিয়া ।
আরো বক্তাব্য রাখেন, বাংলাদেশ মানবাধীকার কমিশন এর জাতীয় উপদেষ্টা, ডাঃ এ .এস. এম বদরুদ্দেজা।
 
বক্তাব্য রাখেন, বাংলাদেশ বার কাউঞ্চিল এর সদস্য, শ .ম রেজাউল করিম।
 
সম্মেলনে অন্যান্য আলোচক হিসেবে ছিলেন, অ্যাডভোকেট হোসনে আর লুৎফা ডলিয়া। সিলেট বিভাগীয় সমন্বয়কারী, ডঃ আর .কে খান । চট্টগ্রাম দক্ষিন বিভাগীয় সমন্বয়কারী, সেতারা গাফফার এবং ঢাকা বিভাগসহ বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহর হতে আসা মানবতাবাদী সদস্যরা। মানবাধিকার আদায় ও মানবাধিকার লঙ্গন রোধে করণীয় বিষয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ