জামায়াতকে এদেশে রাজনীতি করতে দেয়া হবে না’

কিশোরগঞ্জ প্রতিনিধি, এবিসিনিউবিডি, ঢাকা:  জামায়াতকে স্বাধীনতা বিরোধী শক্তি উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ‘জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে। এদেশে তাদের রাজনীতি করতে দেয়া হবে না।’

মঙ্গলবার, ২ মার্চ বিকালে জেলার ভৈরবে খেলাঘর জাতীয় শিশু কিশোরদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশে জামায়াতের নাগরিকত্ব থেকে দু’টি সুযোগ খর্ব করা হবে। প্রথমত, তারা ভোটাধিকার প্রয়োগ বা নির্বাচনে অংশ নিতে পারবে না। দ্বিতীয়ত, তারা কোন সরকারি কর্মক্ষেত্রে চাকরি করতে পারবে না।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এসব কথা পাঠ্যবইয়ে অর্ন্তভুক্ত করতে হবে। তাহলে শিশুরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুছ, কিশোরগঞ্জ জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পৌর মেয়র এড. ফখরুল আলম আক্কাছ ও ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া প্রমুখ।

মেধা বিকাশে ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে মঙ্গলবার ৪দিনব্যাপী খেলাঘর জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ভারত, নেপাল ও বাংলাদেশসহ তিন দেশের ৫ শতাধিক শিশু কিশোর বন্ধুরা এতে অংশ নেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ