শামীম চৌধুরীকে প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ

সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীকে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হয়েছে।

২০১৪ সালের ৬ জুন প্রধানমন্ত্রীর প্রেসসচিব পদে নিয়োগ পান । প্রধানমন্ত্রীর সাবেক এই প্রেসসচিবকে প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ দিয়ে তথ্য মন্ত্রণালয় রোববার,২৮ ফেব্রুয়ারি আদেশ জারি করেছে বলে এক তথ্যবিরবণীতে জানানো হয়।

জনাব, চৌধুরী এর আগে বাংলাদেশ বেতার, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক ছাড়াও প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব চালিয়ে আসা তছির আহম্মদ আগামী ১ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ