বিশ্বে শরণার্থীর সংখ্যা আরও বেড়ে যাবে: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা: জলবায়ু পরিবর্তন ইস্যুতে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো না গেলে অস্তিত্ব সংকটে পড়বে দ্বীপরাষ্ট্রগুলো। এসব দেশের অধিবাসীরা ঘর ছাড়তে বাধ্য হবেন। ফলে বিশ্বে শরণার্থীর সংখ্যা আরও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান জলবায়ু (কোপ-২১) সম্মেলনের ফাঁকে মঙ্গলবার (০১ ডিসেম্বর) কয়েকটি দ্বীপরাষ্ট্রের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। কিরিবাতি, মার্শাল দ্বীপ, সেন্ট লুসিয়া, বার্বাডোস ও পাপুয়া নিউগিনির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা এতে যোগ দেন।

হাওয়াইয়ে জন্ম নেওয়া ওবামা নিজেকে ‘দ্বীপ-বালক’ উল্লেখ করে বলেন, দ্বীপ-জীবনের সৌন্দর্য ও কাঠিন্য দুইই আমার জানা।

এদিকে, আফ্রিকায় নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ উপাদনখাতে পরবর্তী পাঁচ বছরে ৬৬ হাজার ৪০৩ কোটি টাকা (আট বিলিয়ন ইউরো) বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার আফ্রিকার ১২টি দেশের নেতাদের সঙ্গে এক বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এ প্রতিশ্রুতি দেন।

বৈঠকে সাহারা মরুভূমির বৃদ্ধি ঠেকাতে আফ্রিকান ইউনিয়নের উদ্যোগ ‘মহাসবুজ প্রাচীর’ বাস্তবায়নে অর্থায়নের বিষয়েও আলোচনা হয়। আফ্রিকান ইউনিয়নের ১১ সদস্য ২০০৭ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সাহারা মরুভূমির ক্রমবৃদ্ধি ঠেকাতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে।

দক্ষিণ আমেরিকার দেশগুলোর নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন প্রিন্স চার্লসও। এতে অংশগ্রহণকারীরা দক্ষিণ আমেরিকা থেকে রাশিয়া ও আফ্রিকা পর্যন্ত বৈশ্বিক বনভূমি গড়ে তোলার ব্যাপারে কথা বলেন।

তেল, গ্যাস ও কয়লা পোড়ানোর ফলে নিঃসরিত কার্বন ডাই-অক্সাইড শোষণে বৈশ্বিক বনভূমি বিশেষ ভূমিকা রাখতে পারে বলে এ সময় তারা একমত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ