বসুন্ধরা সিটির কয়েকটি দোকানকে জরিমানা

basundharacরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মেয়াদোত্তীর্ণ ও প্রশ্নবিদ্ধ প্রসাধন সামগ্রীর রাখায় রাজধানীর বসুন্ধরা সিটির বেশ কয়েকটি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার তিনটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধন সামগ্রী জব্দ করা হয়, যেগুলো নকল কিংবা চোরাই পথে আসা বলে মনে হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর) একটি ভ্রাম্যমাণ আদালতের।

অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী হাকিম শেখ কামাল হোসেন এবিসি নিউজ বিডি বলেন, জব্দ করা পণ্যের আমদানি চালান কেউ দেখাতে পারেনি। এছাড়া পণ্যের মোড়কে বিএসটিআই ও আমদানিকারকের কোনো সিল নেই, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখও ছিল না।

এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিককে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

দোকানগুলো থেকে জনসন, নিভিয়া, হেড অ্যান্ড শোলডার, প্লেবয়, হুগোসহ বিশ্বখ্যাত ২৬টি ব্র্যান্ডের নকল ও মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য জব্দ করা হয় বলে কামাল হোসেন জানান।

বসুন্ধরা সিটির বেইজমেন্টে থাকা বিপণি বিতান মোস্তফা মার্ট আদালতের কাছে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সও দেখাতে পারেনি বলে জানান তিনি। আমদানিকারক ও বিএসটিআইর লেবেলবিহীন প্রসাধনী ও পানীয় রাখায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মনমাধুরী নামে একটি দোকানকে ৪০ হাজার টাকা এবং নিউ জর্ডানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ