রাজধানীর আদাবর থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার

মোহাম্মাদ সাইফুর রহমান, সিনিয়ার রিপোর্টার, এবিসি নিউজ বিডি,

ঢাকা (৩০ আগষ্ট) : রাজধানীর আদাবর এলাকা 11218943_614940488609180_7524922896242232763_nথেকে অপহৃত গার্মেন্টস ব্যবসায়ীকে উদ্ধার করেছে আদাবর থানা পুলিশ। রোববার সকালে ধানমন্ডি থানার নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের বেইজমেন্ট থেকে সোহেল নামের এই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। গত ২৯ আগষ্ট দুপুরে তিনি জাপান গার্ডেন সিটি সংলগ্ন টোকিও স্কয়ারের সামনে থেকে অপহৃত হন।

অপহরনের সঙ্গে জড়িত ফুয়াদ মোহাম্মদ শাহ নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ভিকটিমের রক্তমাখা শার্ট এবং লোহার রড উদ্ধার করে।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী রুহুল ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে এবিসিনিউজবিডিকে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ