আগে জীবন পরে জীবিকা : ওবায়দুল কাদের

Kaderমনিরুল ইসলাম মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার গরিবের পেটে লাথি মারতে চায় না, তাদের রক্ষা করা সরকারের দায়িত্ব। কিন্তু আগে জীবন, পরে জীবিকা।

৬ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি পদচারী সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সদর উপ-জেলার প্রায় ৮০ ফুট লম্বা এ সেতু নির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।

ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যেকোনো বড় ও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে। জীবন বাঁচানোর জন্য জীবিকার ত্যাগ স্বীকার করতে হবে। সরকার ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালক সম্পর্কেও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। আগামী ১০ তারিখ এ নিয়ে সভা হওয়ার কথা রয়েছে।

আগামী ডিসেম্বরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেন উদ্বোধন করা হবে বলে জানান মন্ত্রী। কিন্তু যদি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে না আনা যায়, তাহলে মানুষ এসবের সুফল পাবে না বলে মনে করেন তিনি। ফোর লেন সড়কের কাজ শেষ হলে তিন চাকার ধীরগতির যানবাহনের জন্য বাইলেন নির্মাণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, ফোর লেন প্রকল্পের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ