৬০ রানে অলআউট অস্ট্রেলিয়া

Australiaনজরুল ইসলাম লাবলু, প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : ব্রড-ঝড়ে বিধ্বস্ত অস্ট্রেলিয়া। মাত্র ৬০ রানে অলআউট! ট্রেন্টব্রিজে ঘটেছে অবিশ্বাস্য এই ঘটনা। ওভারের সঙ্গে পাল্লা দিয়ে পড়েছে অস্ট্রেলিয়ার উইকেট। স্টুয়ার্ট ব্রড মাত্র ১৫ রান দিয়ে অষ্ট্রেলিয়ার ৮ উইকেট তুলে নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন।

ক্রিকেটের তথ্য সুত্রে জানা গেছে, এর আগে অষ্ট্রেলিয়া ৬০ রানের চেয়ে কম রানে মাত্র ছয়বার অলআউট হয়েছে। অস্ট্রেলিয়া ২০১১ সালেই একবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে ৪৭ রানে অলআউট হয়েছিল। কিন্তু এর আগের ঘটনাটি ১৯৩৬ সালের।

গত ৭৮ বছরে এ নিয়ে মাত্র দ্বিতীয় ৬০ কিংবা এর কমে অলআউট হলো অস্ট্রেলিয়া। সেটিও ম্যাচের প্রথম দিনের লাঞ্চের আগেই। প্রথম দিনে লাঞ্চের আগে অলআউট হওয়ার লজ্জা একবারই হয়েছিল তাদের, সেটিও ১৮৯৬ সালের জুনে। অর্থাৎ গত ১১৯ বছরে এমন লজ্জায় কখনোই পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ