শ্রদ্ধায় আবদুল কালামের দাফন সম্পন্ন

86285d57b6307f6e0fe54e4608f0e1f3-ABDUL-KALAMবিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : ভারতের পরমাণু কর্মসূচির পথিকৃৎ আভুল পাকির জয়নুলাবদিন (এপিজে) আবদুল কালামকে তাঁর জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরমে ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় সমাহিত দাফন করা হয়েছে।

গোটা ভারত চোখের জলে বিদায় জানিয়েছেন ‘জনতার রাষ্ট্রপতি’ এ পি জে আবদুল কালামকে। ৮৪ বছর বয়সে গত সোমবার মেঘালয়ের রাজধানী শিলংয়ে বক্তৃতা করার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন সাবেক এই রাষ্ট্রপতি।

আবদুল কালামকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষা বাহিনীর তিন প্রধান। প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বিমানবন্দরে প্রয়াত ভারতরত তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ