শিক্ষকদের দুষলেন ডিসিরা

f3c43a1be3fa62fdada2852872579907-DC-Conference-4আনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : তিন দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে অনেক শিক্ষককেই দুষলেন জেলা প্রশাসকরা। তারা অভিযোগ করে বলেন, পরীক্ষার হলে বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) উত্তর পরীক্ষার্থীদের অনেক শিক্ষক বলে দেন। এ অনিয়ম এড়াতে তারা কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেন ডিসিরা। ২৮ জুলাই (মঙ্গলবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় এমন অভিযোগ করেন ডিসিরা।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তারা অবগত আছেন। তিনি বলেন, সব শিক্ষক নয়, যারা এসব করে তারা শিক্ষক সমাজের কলঙ্ক। তারা এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবেন। কাউকেই রেহাই দেওয়া হবে না।

সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান দুজনেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ডিসিদের ভূমিকা রাখতে নির্দেশ দেন। সভাসূত্রে জানা যায়, ডিসিরা মাল্টিমিডিয়া ক্লাসরুম নিয়েও কিছু সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেছেন, অনেক জায়গায় মাল্টিমিডিয়া ক্লাসরুমের পর্যাপ্ত উপকরণ নেই। কয়েকজন ডিসি শিক্ষক সংকটের কথাও বলেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন দুই মন্ত্রী।

সভায় ডিসিরা আরও বলেন, সদ্য জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের ২য় ও ৩য় পর্যায়ের শিক্ষকদের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বেতন ভাতা পাচ্ছেন না। এ জন্য ডিসিরা দ্রুত গেজেট জারির প্রস্তাব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ