আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি বাঙলা কলেজ ছাত্রলীগের নেতৃত্বে !

onikমনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : ‘ফাতেমাতুজ জোহরা বৃষ্টির আত্মহত্যা প্ররোচনা’ মামলার আসামি মজিবুর রহমান অনিককে মিরপুর সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সভাপতি করে নতুন কমটি ঘোষনা করা হয়েছে। ২০ জুলাই সোমবার পুরাতন কমিটি ভেঙ্গে এই নতুন কমিটি ঘোষনা করা হয়। বর্তমান সময়ের আলোচিত এই মামলার প্রধান আসামি এইচ এম জাহিদ মাহমুদ পুরাতন কমিটির সভাপতি ছিলেন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। তাকে বাদ দিয়ে ঘোষিত নতুন কমিটিতেও স্থান হল এই মামলার অন্যতম আর এক আসামির। পুলিশের খাতায় অনিক পলাতক।

কাফরুল থানার এসআই মনিরুজ্জামান এবিসিনিউজবিডিকে জানান, জাহিদ ও অনিক বাঙলা কলেজের ছাত্রী ফাতেমাতুজ জোহরা বৃষ্টির আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি। এরমধ্যে জাহিদ ছিলো বৃষ্টির প্রেমিকা আর অনিক জাহিদের বন্ধু।

বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফাতেমাতুজ জোহরা বৃষ্টির সাথে জাহিদের প্রেমের সম্পর্কটা ছিলো দীর্ঘ দিনের। বৃষ্টি বেশ কিছু দিন ধরে তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। জাহিদ এতে রাজি না হওয়ায় গত ১৩ জুন বৃষ্টি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে মিরপুরের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন বৃষ্টি মারা যান। জাহিদের হুমকিতে ময়নাতদন্ত ছাড়াই সেই লাশ দাফন করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার এক সপ্তাহ পর ২৭ জুন মেয়ের বাবা তোফাজ্জেল হোসেন বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে অভিযুক্ত করে জাহিদ মাহমুদ ও সহযোগি হিসেবে অনিককে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে লাশের ময়না তদন্তের জন্য আদালতের নির্দেশে বৃষ্টির লাশ তার গ্রামের বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলার বাড়ৈখালী থেকে উত্তোলন করা হয়। এখন পর্যন্ত ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান আরো জানান, জাহিদ এ মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে অনিক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য সম্ভাব্য সব জায়গায় অভিযান চালানো হয়েছে।

পুলিশের খাতায় পলাতক মজিবুর রহমান অনিককে সভাপতি ও সোলায়মান মিয়া জীবনকে সাধারণ সম্পাদক করে ২০ জুলাই নতুন কমিটির অনুমোদন করেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

কমিটিতে স্থান পাওয়ার পর সোমবারই নতুন কমিটির সাধারণ সম্পাদককে নিয়ে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক আসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মজিবুর রহমান অনিক। শুভেচ্ছা জানানোর সেই ছবি তিনি তার ফেইসবুক পেইজে পোষ্ট করেছেন। সেখানে তিনি আসলামুল হক আসলামকে তার অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন।

বৃষ্টির পরিবারের আশংকা, নতুন পদ প্রাপ্তির পর অনিক মামলার তদন্ত কার্যক্রম প্রভাবিত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ