চুপ বাংলাদেশকে নিয়ে কথা বলো না : গাভাস্কার

Sunny_809861482নজরুল ইসলাম লাবলু, প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : ভারতের সঙ্গে বাংলাদেশের সিরিজ জয়ের পর অনেকে ষড়যন্ত্র তত্ত্ব দিয়েছিলেন। ষড়যন্ত্রের গন্ধ খুঁজে আইসিসির তদন্ত দাবি করেছিলেন দক্ষিণ আফ্রিকার সঙ্গে টাইগারদের সিরিজ জয়ের পরও। সেই ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়ে এবার বাংলাদেশ নিয়ে বিদ্রুপ-কটাক্ষকারীদের চুপ করতে বলেছেন ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।

লিটল মাস্টারের মতে, বাংলাদেশ প্রোটিয়াদের কাছে প্রথম ম্যাচ হেরে গিয়েছিল। কিন্তু পরের দু‘টো ম্যাচে ব্যাট এবং বলে সুপার পারফরম্যান্স করে সহজেই জয় ছিনিয়ে নিয়েছে। এমন পারফরমেন্সে বিশ্বেও যেকোন দলকেই হারানো সম্ভব।

সানি বলে পরিচিত ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার বরাবরই নিজেকে বাংলাদেশ ক্রিকেটের ভক্ত বলে পরিচয় দেন। টাইগাররা হোঁচট খেলে তিনি এগিয়ে যাওয়ার উৎসাহ যোগান। আবার ভালো খেললে প্রশংসায় ভাসাতে এতটুকুন কৃপণতাও দেখান না।
টাইগারদের কীর্তির গুনগান গেয়েই ১৯ জুলাই (রোববার) ভারতের বাংলা দৈনিক আজকালে একটি কলাম লেখেন গাভাস্কার। ‘এবার নিশ্চয়ই ওরা চুপ করবেন’ শীর্ষক এ কলামে ভারতের সাবেক অধিনায়ক বাংলাদেশের বিগত দু’ সিরিজ জেতার পূর্ণ কৃতিত দেন।

গাভাস্কার বলেন, ‘যারা বলেছিলেন, পাকিস্তান এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জয় ফ্লুকে ছিল, তারা এবার নিশ্চয়ই চুপ করে যাবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে বাংলাদেশের অসাধারণ জয়ের পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ