লিবিয়ায় বাংলাদেশিসহ নয়জনকে অপহরণ আইএসের

libiya লিবিয়াআব্দুল মান্নান, আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ লিবিয়ার সিরতে শহরে এক বাংলাদেশিসহ নয়জন বিদেশিকে অপহরণ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা। আজ সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে জানানো হয়, ৬ মার্চ লিবিয়ার দক্ষিণাঞ্চলের সিরতে শহরে এ ঘটনা ঘটে। ওই দিন বন্দুকধারী আইএস জঙ্গিরা সেখানকার আল ঘানি তেলখনিতে হামলা চালায়। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার আগে জঙ্গিরা ১১ জন নিরাপত্তা-কর্মীকে হত্যা করে। এর মধ্যে কয়েকজনের শিরশ্ছেদ করা হয়। সেখান থেকে এক বাংলাদেশি ও আরও আটজন বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে যায় জঙ্গিরা।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অপহৃত বাংলাদেশির নাম হেলাল উদ্দিন। তাঁর পাসপোর্ট নম্বর বি-০১৫৬৫৫৩। তাঁর বাড়ি জামালপুর জেলায়। বাংলাদেশ দূতাবাস জানায়, অপহৃত হেলাল উদ্দিনের বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আল ঘানি তেল কোম্পানির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ