তেজগাঁওকে শিল্প বানিজ্যিক ও আবাশিক এলাকায় রুপান্তরের প্রস্তাব অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজcab pic.বিডি,
ঢাকা : তেজগাঁও শিল্প এলাকাকে শিল্প, বানিজ্যিক ও আবাশিক এলাকা হিসেবে রুপান্তর করার প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এব্যাপারে একটি মাষ্টার প্ল্যান তৈরীর নির্দেশনা দেওয়া হয়েছে। এই মাষ্টার প্ল্যান উচ্চ ক্ষমতা সম্পন্ন রিভিউ কমিটির অনুমোদনের পর আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরন করা হবে।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।

মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, তেজগাঁও শিল্প এলাকাকে শিল্প কাম বাণিজ্যিক ও আবাসিক এলাকা হিসেবে রূপান্তর করতে একটি মাস্টার প্ল্যান তৈরি করার সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আন্ত:মন্ত্রণালয় কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, মন্ত্রিসভা কমিটি মাস্টার প্ল্যান রিভিউ করে মতামতসহ প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠাবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এটি বাস্তবায়ন হবে।বর্তমান বাজার মূল্যের সঙ্গে প্লটের মূল্য সমন্বয় করা হবে।

মন্ত্রিপরিষত সচিব বলেন, ১৯৫০ সালে ৫০০ একর ২০ শতাংশ জমির উপর তেজগাঁও শিল্প এলাকা গড়ে তোলা হয়। এখানে মোট ৪৩০টি প্লট রয়েছে। ভারী কোনো শিল্প তেজগাঁওতে নেই।

তিনি বলেন,১৯৯৮ সালে গুলশান-তেজগাঁও সংযোগ সড়কের জায়গায় বাণিজ্যিক প্লটে রূপান্তর করার অনুমতি দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ