সেহরি পার্টিতে সাকিব-শিশির দম্পতি

Shakib And His Wifeস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় বিজ্ঞাপন। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা বললেও কম বলা হবে। শুক্রবার ভোর রাতে বারিধারার এক রেস্তোরাঁয় বসেছিল তারকাদের মিলন মেলা। সেখানে উপস্থিত ছিলন সাকিব-শিশির দম্পতিও। গত কয়েক সপ্তাহ ধরে সাকিব ইস্যু নিয়ে সরগরম সারাদেশ। ঠিক সেই সময়ে সাকিবের এই পার্টিতে অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছেন ক্রিকেট অঙ্গনে। গত বৃহস্পতিবার শাস্তি কমানোর জন্য আবেদন করার কথা ছিল সাকিব আল হাসানের। ৩ দিন পেরিয়ে গেলেও আবেদন করেননি সাকিব। হয়ত ব্যক্তিগত ব্যস্ততায় কারণে ক্রিকেটের স্বার্থ ভুলে গিয়েছেন তিনি! সাধারণ মানুষের মতো তারকারাও রোজায় কাজের মাঝে আড্ডা দেওয়ার সুযোগ পান কম। এরই ফাঁকে ১৮ জুলাই রাজধানীর বারিধারার একটি রেস্তোরাঁয় সাহরি ভোজসভায় একত্র হয়েছেন কয়েকজন সংগীতশিল্পীসহ দেশের শীর্ষস্থানীয় তারকারা। গানবাংলা টিভি চ্যানেলের আয়োজনে এখানে এসেছিলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, রবি চৌধুরী, হাবিব, বালাম, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নী, অভিনেত্রী তানভীন সুইটি, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, ফ্যাশন ডিজাইনার লিপি রহমান কাতারে ছিলেন সাকিব দম্পতিও। জানা যায়, ভোর ৩টার আগে থেকে একে একে সবাই মিলিত হয়েছেন বারিধারার ওই রেস্তোরাঁয়। খাওয়ার আগে ও পরে আড্ডায় মেতে ওঠেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ