সাংবাদিক মন্টুর পরিবারকে সাড়ে ৩ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

hummerসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিয়াল লিমিটিডের নিজস্ব গাড়ির ধাক্কায় নিহত সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্টুর পরিবারকে ৩ কোটি ৫২ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এ মামলায় হাইকোর্টের দেয়া রায় বাতিল করে বিচারিক আদালতের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এ রায়ের মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলার প্রথম রায় ঘোষণা করলো আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে মামলার পক্ষে ছিলেন অ্যাডভোকেট খলিলুর রহমান। অপরদিকে রাষ্ট্র্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আইনজীবী খলিলুর রহমান বলেন, আপিল বিভাগ আমাদের পক্ষে রায় দিয়ে নজির সৃষ্টি করেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণের রায় বাংলাদেশে এটাই প্রথম। মামলা সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে তৎকালীন দৈনিক সংবাদের বার্তা সম্পাদক মতিঝিলের আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গাড়ির ধাক্কায় নিহত হন। এরপর ১৯৯১ সালে তার স্ত্রী রওশন আরা অপূরণীয় আর্থিক ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উভয় পক্ষের শুনানি শেষে ২০০৫ সালের ২০ মার্চ বিচারিক আদালত সাংবাদিক মন্টুকে ৩ কোটি ৫২ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেন। এরপর কোম্পানির পক্ষ থেকে হাইকোর্টে আপিল করা হলে ২০১০ সালের ১১ মে বিচারিক আদালতের রায় সংশোধন করে কমিয়ে ২ কোটি ৩ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় একটি বেঞ্চ। নিহত মন্টুর পরিবারের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল দায়ের করা হয়। দীর্ঘ শুনানির পর আপিল বিভাগ আজ নিম্ন আদালতের রায় বহাল রেখে এ মামলার রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ