২৬ জুলাইয়ের মধ্যে পোশাক শ্রমিকদের আংশিক বেতন বোনাস

garmentsসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামী ২৬ জুলাইয়ের মধ্যে পোশাক শ্রমিকদের চলতি মাসের আংশিক বেতন ও উৎসব ভাতা (বোনাস) পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজিএমইএ বিকেএমইএসহ সকল শ্রমিক ফেডারেশনের সঙ্গে সরকারের যৌথ সভা শেষে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকরা যাতে পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ করতে পারেন সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পোশাক মালিকরা অঙ্গীকার করেছেন ২৬ জুলাইয়ের মধ্যে চলতি মাসের আংশিক বেতন ও উৎসব ভাতা পরিশোধ করবেন। বিজেএমই এবং বিকেএমই এ বিষয়টি মনিটরিং করবেন। যাতে কোনো অনাকাংখিত ঘটনা না ঘটে। একই সঙ্গে সরকারও এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখবে বলে জানান তিনি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মালিকরা তাদের সমর্থ অনুযায়ী উৎসব ভাতা বা বোনাস পরিশোধ করবেন। যদিও বোনাস দেওয়া কোনো আইন নেই। তবে সব সময় দিয়ে আসা হচ্ছে এই জন্য দেওয়া। ছুটি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারি ছুটি অনুযায়ী পোশাক খাতের শ্রমিকরা ছুটি ভোগ করবেন। কেউ যদি বেতন বোনাস না পেয়ে থাকেন এমন অভিযোগ পেলে মন্ত্রণালয় তাৎক্ষনিক ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ