কেনিয়ায় সশস্ত্র হামলায় নিহত ১৩

5-300x186 রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কেনিয়ার সমুদ্রসৈকতের কাছাকাছি দুটি এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ও রাতে এসব হামলা চালানো হয় বলে রোববার জানিয়েছে রেডক্রস। লামু কাউন্ট্রির হিন্দি ট্রেডিং সেন্টারে হামলায় চারজন নিহত হন। গত মাসে একই এলাকায় অপর একটি হামলায় ৬৫ জন নিহত হয়েছিলেন, ট্যুইটারে জানিয়েছে রেডক্রস। কর্মকর্তারা জানিয়েছেন, লামু শহর থেকে ১৫ কিমি দূরের হিন্দিতে রাত ১০টার দিকে হামলাটি চালানো হয়। হামলায় ১০ থেকে ১৫ জন বন্দুকধারী অংশ নেয়। অপরদিকে তানা রিভার কাউন্ট্রির গাম্বা এলাকায় বন্দুকধারীদের অপর এক হামলায় নয়জন নিহত হন। এলাকা প্রধান আবদাল্লাহ শাহাসি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “হামলাকারীরা গ্রাম ও গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।” লামু কাউন্ট্রির কমিশনার মিরি নিজেনগা জানিয়েছেন, হামলার লক্ষ্যস্থল কয়েকটি সরকারি দপ্তর ও কিছু বাড়ি পুড়িয়ে দিয়েছে বন্দুকধারীরা। রেডক্রস জানিয়েছে আক্রান্ত দুটি এলাকা থেকে তিনজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাম্বা এলাকায় একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার সন্ধ্যায় কেনিয়ার সৈকত সংলগ্ন এলাকায় হামলা চালানো কথা স্বীকার করেছে সোমালি জঙ্গি সংগঠন আল শাবাব। গত সেপ্টেম্বরে কেনিয়ার রাজধানী নাইরোবির একটি অভিজাত শপিং মলে আল শাবাবের হামলায় ৬৭ জন নিহত হয়েছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ