নৌকা ডুবির ৩দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

lash uddhar লাশ উদ্ধাররিপোর্টার, এবিসি নিউজ বিডি, সুনামগঞ্জঃ জেলার তাহিরপুর উপজেলার বলদার হাওরে নৌকা ডুবির ঘটনার ৩দিন পর নিখোঁজ আজিজুননেছা (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলার গোলকপুর গ্রাম সংলগ্ন মাটিয়ান হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কামারকান্দি গ্রামের জলুল করিমের স্ত্রী। নিহতের স্বজন শাহিন আলম জানান, নিখোঁজ হওয়ার পর থেকে রাতদিন লাশ উদ্ধারে তৎপর ছিলেন তারা। মঙ্গলবার সকালে গোলকপুর গ্রাম সংলগ্ন মাটিয়ান হাওর থেকে লাশ উদ্ধার করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সোলায়মান জানান, নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হবে। প্রসঙ্গত ২২ জুন রোববার কামারকান্দি গ্রাম থেকে এক আত্মীয়ের লাশ দাফনের জন্য বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামে যাওয়ার পথে দুপুর ১টার দিকে প্রবল স্রোতে পাতারগাঁও ব্রীজের পিলারের সাথে ধাক্কা লেগে বলদার হাওরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মা ও ছেলে প্রাণ হারান। নিহতরা হলেন তাহিরপুর উপজেলার টেকেরঘাট গ্রামের আলী তালুকদারের স্ত্রী শিল্পী বেগম (৩০) ও ছেলে জিসান (১২)। নিহত শিল্পী আজিজুননেছার ভাইয়ের মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ