বৃদ্ধকে পিটিয়ে হত্যা

kill হত্যারিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর শ্যামপুরে কদমতলী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে শামসুদ্দিন আহমেদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল নয়টার দিকে শ্যামপুর/৩৮ নামাপাড়া মসজিদ গলিতে এই ঘটনা ঘটে। নিহতের ছেলে সুজনের বরাত দিয়ে জানান, শনিবার সকাল সাড়ে দশটায় জমি নিয়ে বিরোধের ঘটনায় প্রতিবেশী ইকবাল, মনু, জেকি ও রাজিবসহ সাত-আটজন লোক রড, বল্লম ও লাঠি নিয়ে শামসুদ্দিনের উপর আক্রমণ করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা সংকটাপন্ন হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে দুপুর সাড়ে বারোটায় মারা যান তিনি। নিহতের পিতার নাম ওমর আলী। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কদমতলী থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ