সৌদি প্রবাসী ১৫ লাখ বাংলাদেশির হাতে মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত

Govt-logo-sm20130204080728সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সৌদি আরবে বসবাসরত ১৫ লাখ বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী বছরের ৩০ নভেম্বরের মধ্যে এ পাসপোর্ট সবার হাতে পৌঁছে দেওয়া হবে। প্রতিটি পাসপোর্টের খরচ ধরা হয়েছে ৯ ডলার।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব মো. নুরুল করিম এসব কথা জানান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক উপদেষ্ট ড. তৌফিক ই এলাহী চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মন্ত্রী পরিষদের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব বলেন, ক্রয় কমিটির আজকের বৈঠকেসৌদি আরবে বসবাসরত প্রায় ১৫ লাখ বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী বছরের ৩০ নভেম্বরের মধ্যে এই পাসপোর্ট সেখানে বসবাসরত বাংলাদেশীদের হাতে পৌঁছে দেওয়া হবে। প্রতিটি পাসপোর্ট তৈরী করতে খরচ ধরা হয়েছে ৯ মার্কিন ডলার।
মো. নুরুল করিম আরো বরেন, এই পাসপোর্ট তৈরীর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মালয়েশিয়ার আইআরআইএস করপোরেশনকে। সভায় আরো ৮টি আলোচ্যসূচী নিয়ে আলোচনা করা হয় বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ