ব্যক্তিকে পিটিয়ে হত্যা !

Lalbag লালবাগরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর লালবাগে আব্দুস সালাম (৪০) নামের এক ভ্যান চালককে তারই বন্ধু পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার দুপুর সোয়া তিনটায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বন্ধুর নাম জানা যায়নি। নিহত সালামের স্ত্রী পারভীন আক্তার জানান, বেলা সোয়া তিনটার দিকে লালবাগের শহীদ নগর এলাকার ৩নং গলিতে সালামের বন্ধুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সালামকে মারতে শুরু করে তার বন্ধু। এতে সালাম অজ্ঞান হয়ে পড়ে। আহত অবস্থায় অপর বন্ধু আব্দুর রহিম ও পারভীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দুপুর ৩টা ৫০মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, উপর্যপরি কিল-ঘুষি মারার কারণে সালামের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে তাকে রাখা হয়েছে। নিহত সালামের দুই ছেলে এক মেয়ে রয়েছে। তার বাড়ি শরিয়তপুর জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ