অদ্রি’র গুগলজয়, পুরস্কার লাখ ডলার

Google Dudol গুগল ডুডলরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ক্লাস ফাইভে পড়া ১১ বছরের খুদে অদ্রি প্রায় লক্ষাধিক প্রতিযোগীকে হারিয়ে ২০১৪ সালের ‘ডুডল ফর গুগল’ জয় করেছে। তার অঙ্কিত ‘ব্যাক টু দ্য মাদার নেচার’ নামী ছবিটিতে বোঝানো হয়েছে, চিরচেনা বাংলাদেশে প্রাকৃতিক সুযোগ-সুবিধা কাজে লাগিয়েই বিশুদ্ধ পানির নিশ্চয়তা দেওয়া সম্ভব। আর এক্ষেত্রে সোমবার পৃথিবীর যে প্রান্ত থেকেই গুগলে লগ ইন করা হোক না কেন চিরায়ত গুগল ডুডলের বদলে দেখা যাবে প্রতিবেদনের ছবিটি। বছর খানেক আগেই অদ্রি মা-বাবার সঙ্গে পাড়ি জমায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লেভিট্যন শহরে। আর সেখানেই গত ফেব্রুয়ারিতে গুগল এ প্রতিযোগিতার আহ্বান করলে অদ্রি তার বড় স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পেয়ে যায়। কীভাবে প্রাকৃতিক সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিশুদ্ধ পানি সরবরাহ করা যায় সে প্রকল্পের কাগুজে মডেল এঁকে ফেলে সে। তার জমা দেওয়া ছবিটি মুগ্ধ করে প্রতিযোগিতার বিচারকদের। তারপরের গল্পতো সবারই জানা। জানা যায়, অদ্রি এ পুরস্কারের প্রাপ্য এক লাখ ডলার থেকে ৫০ হাজার ডলার খরচ করতে পারবে তথ্য-প্রযুক্তিগত কোনো কিছু কেনাকাটা করতে, ৩০ হাজার ডলার বরাদ্দ থাকবে তার উচ্চশিক্ষার জন্য। এছাড়া, বাকি ২০ হাজার ডলার তার স্বপ্ন বাস্তবায়নে পাঠানো হবে মাতৃভূমি বাংলাদেশে। অবশ্য, খুদে স্বপ্নবাজ অদ্রিকে সম্মানিত করতে গুগলের চেষ্টা এতেই থেমে থাকেনি। ইতোমধ্যে অদ্রির কল্পনার ছবির বাস্তব রূপ কীভাবে দেওয়া যায়- এসব নিয়ে গুগলের অ্যানিমেশন টিম তার সঙ্গে পুরো একটা দিনই কাটিয়েছে। সে মোতাবেক তার আঁকা ছবির একটি অ্যানিমেটেড রূপও দাঁড় করানো হয়েছে। ডুডলটিতে ক্লিক করলেই সোমবার থেকে সেটি দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ