ডাব খেয়ে বনশ্রীর দুই ছাত্র অসুস্থ

Green Coconut সবুজ নারকেলরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাবা আলমগীর হোসেন গুলশান থেকে ৫০ টাকা দিয়ে দুইটি ডাব কিনে বাসায় নিয়ে যান স্কুলছাত্র দুই সন্তানের জন্য। বিকাল পৌনে ৫টায় ডাব কিনে সন্ধ্যায় ফিরে সন্তানদের ডাব থেতেও দেন উপকারী বলে। কিন্তু বিধিবাম! শরীরের জন্য উপকার তো হলো না বরং তারা হাসপাতালে ভর্তি হয়ে ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ দুই স্কুলছাত্র হলো- দ্বিতীয় শ্রেনীর মাহিদ (৯) এবং প্রথম শ্রেনীর নাহিদ (৭)। তারা গুলশানের একটি স্কুলের ছাত্র। বসবাস করছে রামপুরা বনশ্রীর ব্লক-বি, রোড-৩, বাড়ি-১২ বাড়িতে। বিকালে গুলশান থেকে কিনে নিয়ে যাওয়া দুইটি ডাবের একটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সন্তানদের খেতে দেন পিতা আলমগীর হোসেন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে তাদের রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা এখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তারা এখন আশঙ্কা মুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ