বাসচাপায় দাদা-নাতনি নিহত

road-accidentরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় দাদা এবং নাতনি নিহত হয়েছেন। এরা হলেন, কোশির খান (১০১) ও তার নাতনি তানিয়া সুলতানা খুকি (২৪)। মঙ্গলবার বেলা ১১টার দিকে ডেমরা কোনাপাড়া বাইনিয়া বাসস্ট্যান্ডের সামনে রিক্সাযোগে যাওয়ার পথে যাত্রীবাহী বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাতনি তানিয়া দুপুর সোয়া ১২টার দিকে এবং দাদা সোয়া একটার দিকে মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল প্রতিবেদক জানান, আহতদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে দুপুরে গুরুতর আহতবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে এলে দুপুর সোয়া ১২টার দিকে তানিয়া মারা যায়। এ সময় নিহতের স্বজনরা জোর করে লাশ নিয়ে যেতে চাইলে ঢামেকে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ নিহতের ৫ স্বজনকে আটক করে পুলিশ ফাঁড়ি নিয়ে যায়। পরে পরিস্থিতি শান্ত হলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। এর কিছুক্ষণ আহত আরো একজনের মৃত্যু হয়। বর্তমানে নিহত দুজনের লাশ হাসপাতাল মর্গে রাখা রয়েছে। ডেমরা থানা পুলিশ জানায়, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। নিহত তানিয়ার স্বামীর নাম লুৎফর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ