বনানীতে ৪ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

db ডিবিরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর বনানী এলাকা থেকে চার ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হ্যান্ডকাপ এবং ওয়াকিটকি জব্দ করা হয়। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে বনানী বাজার জামে মসজিদের সামনে থেকে বনানী থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলো- মামুন (২৫), আবু বক্কর (৩০), মোস্তফা কামাল (৩২) ও আলামিন দিপু(৩৩)। বনানী থানার ওসি ভূইয়া মাহবুবুর রহমান এবিসি নিউজ বিডিকে জানান, জাহান মো. তৌহিদ প্লাবন নামে একজনকে ওই ভুয়া ডিবি পুলিশরা জোর করে মাইক্রোবাসে তোলার চেষ্টা করলে সে চিৎকার দেয়। এসময় আশপাশের লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। তিনি জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপরাধ করে আসছিলো। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ