গ্রাহকপর্যায়ে ইন্টারনেটের মূল্য কমানোর দাবি

Internপ্রযুক্তি রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকা : ইন্টারনেটের ব্যয় কমানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে সামাজিক ওয়েব পোর্টাল ডিয়ারজুলীয়াস.কম, পিসি হেল্প লাইন বিডি, বাংলাদেশ টেলিকম সাবস্ক্রাইবার্স ফোরাম, আইসিটি অব বাংলাদেশ, ইয়াহু গ্রুপ।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ইন্টারনেটের ব্যয় কমানোর এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্যহার প্রতি মেগাবাইট ০.১০ পয়সা/ প্রতি গিগাবাইট ১০.০০ টাকা হারে নির্ধারণ করার জন্য বিটিআরসির প্রতি দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন আইসিটি আন্দোলন সমন্বয়ক জুলীয়াস চৌধুরী। তিনি বলেন, আমরা গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের উপযুক্ত মূল্যহার নির্ধারণ করে দেওয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ১৫ দিনের সময় দিচ্ছি। এ সময়ের মধ্যে বিটিআরসি গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের প্রমিত গতি এবং মূল্যহার প্রতি মেগাবাইট ০.১০ পয়সা/ প্রতি গিগাবাইট ১০.০০ টাকা (ফ্লাট রেট) হারে নির্ধারণ করবে বলে আশা করি।

বাংলাদেশের মোবাইল কোম্পানি ও ইন্টারনেট সার্বিস প্রোভাইডাররা গ্রাহকের সাথে প্রতারণা করছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রামীণফোনের মূল কোম্পানি বিশ্বের অনান্য দেশে অনেক কম দামে ইন্টারনেট সেবা দিচ্ছে কিন্তু বাংলাদেশে কয়েকগুণ বেশি দামে ইন্টারনেট দিচ্ছে। তার উপর ইন্টারনেটের স্পিডও অনেক কম।

জুলীয়াস চৌধুরী জানান, এই আন্দোলনের অংশ হিসেবে পিসি হেল্পলাইন বিডি’র আয়োজনে ৩১ মে শুক্রবার সকাল ১১টায় শাহবাগ চত্বরে মানববন্ধন এবং ১২ জুন  বুধবার বিকেল ৩টায় বিটিআরসি কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ