ওসমানী মেডিকেলে নার্সদের কর্মবিরতি

Silet Osmani medicel সিলেটরিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিলেটঃ বিএসসি নার্সিং তৃতীয় বর্ষের ছাত্রকে ইন্টার্ন ডাক্তাররা পিটিয়ে আহত করার ঘটনায় কর্মবিরতি শুরু করেছেন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা। সোমবার দুপুর পৌনে ১টায় হাসপাতালের সামনে মানববন্ধন শেষে নেতৃত্বদানকারী হাসনা আলম অমি কর্মবিরতির ঘোষণা দেন। তিনি বলেন, আমরা কর্মবিরতি পালন করছি। মানববন্ধন শেষ করলাম। এখন মিছিল নিয়ে ক্যাম্পাসে গিয়ে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাসেবা দেওয়াকে কেন্দ্র করে বিএসসি নার্সিং তৃতীয় বর্ষের ছাত্র প্রলয়ের সঙ্গে ইন্টার্ন ডাক্তার জনি ও তোফায়েলের কথা কাটাকাটি হয়। এসময় ইন্টার্ন ডাক্তাররা হাসপাতালের চতুর্থ তলার ৫ নম্বর ওয়ার্ডে প্রলয়কে পিটিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা মুখোমুখি অবস্থান নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ