ঝিনাইদহে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

Jhenaidah jhinaidoh District Map ঝিনাইদহ জেলা ম্যাপরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঝিনাইদহঃ জেলার কালীগঞ্জে বিএনপি নেতা ও সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র ইসমাইল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে শহরে আসার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসমাইল হোসেনকে একই গ্রামের আওয়ামী লীগ সমর্থক শাহাজান আলী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত পায়ের রগ কেটে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

নিহত ইসমাইল কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামের আব্দুর রহমান মণ্ডলের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভার ১৯৯০ সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। এরপর দু’বার কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি তিন বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বও পালন করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন ইসমাইল হত্যার ঘটনা নিশ্চিত করেছেন। তবে কারা কেন তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ