লাৎসিওকে হারিয়ে ইউরোপা লিগে ইন্টার

inter ইন্টারস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ লাৎসিওকে ৪-১ গোলে হারিয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগ খেলাটা নিশ্চিত করেছে ইন্টার মিলান। শনিবার রাতে এই ম্যাচে ঘরের মাঠ সান সিরোকে বিদায় জানিয়েছেন দলটির অধিনায়ক হাভিয়ের জানেত্তি।

৩৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইন্টার।

ইন্টার মিলানে ১৯ বছর ধরে খেলা আর্জেন্টিনার ডিফেন্ডার জানেত্তি এ মৌসুম শেষেই ফুটবলকে বিদায় জানাবেন।

ম্যাচের ৫২ তম মিনিটে গ্যালারি জুড়ে হাততালির মধ্য দিয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ৪০ বছর বয়স্ক জানেত্তি। মিলানের ক্লাবটির হয়ে এটা তার ৮৫৭টি ম্যাচ।

ম্যাচ শেষে জানেত্তিকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। কান্নাভেজা চোখে সমর্থকদের ধন্যবাদ জানান তিনি।

“আপনারা জানেন, এখন আমার কথা বলাটা কতটা কষ্টের। আমি আমার সব সর্তীর্থকে ধন্যবাদ জানাতে চাই, যারা এই বছরগুলোতে আমার সঙ্গে থেকেছেন।”

ইন্টার মিলানের হয়ে পাঁচবার সেরি আর শিরোপা জিতেছেন জানেত্তি। ২০১০ সালে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। ফুটবল থেকে অবসরের পর ক্লাবের ক্রীড়া পরিচালকের দায়িত্ব নেবেন তিনি।

আর্জেন্টিনার হয়েও রেকর্ড ১৪৫টি ম্যাচ খেলেছেন জানেত্তি। গোল করেছেন ৫টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ